একটি শেয়ার আপনার থেকেও কারো প্রাণ বাঁচাতে পারে!
আজ হয়তো আপনি সুস্থ, পরিবার ভালো আছে — রক্তের প্রয়োজন আপনার নেই। কিন্তু ভাবুন তো, কোনো রাত ৩টায় হঠাৎ যদি কারো বোন, ভাই, মা বা সন্তানের জন্য O- রক্ত খুঁজে পাওয়া না যায়? তখন কী করতেন? আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, যেখানে: 👉 যারা রক্ত দিতে চান, তারা নিজের তথ্য যুক্ত করতে পারবেন 👉 আর যারা বিপদে পড়েছেন, তারা খুঁজে পাবেন কাছের রক্তদাতাকে এখানে কেউ কোনো টাকার লেনদেন করবে না। মানবতার ভিত্তিতে — ফ্রি, উন্মুক্ত এবং বিশ্বাসযোগ্য একটি প্ল্যাটফর্ম। ওয়েবসাইট এখনো তৈরি হচ্ছে — তবে এখনই পাশে দাঁড়ান। রক্তদাতা হোন, জীবন বাঁচান — কিংবা এই বার্তাটি শেয়ার করে সেই সুযোগ তৈরি করে দিন।
আমাদের ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন, তাই আপনি বিকল্প হিসেবে নিচের ফর্মটি পূরণ করতে পারেন।
রক্তদাতা হিসেবে নিবন্ধন করুন
রক্তদাতা নিবন্ধন ফর্মআমাদের কমিউনিটিতে যুক্ত হন
ফেসবুক পেজে যান